Surprise Me!

ভিজিএফের ২৬শ কেজি চাল পুকুরে ফেলে দিলেন ব্যবসায়ী || Jagonews24.com

2021-04-28 0 Dailymotion

ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আজিজুল ইসলামের তিনটি পুকুর থেকে বিপুল পরিমাণ ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ উদ্ধার কাজ চালানো হয়। পুকুরে ফেলা চালের পরিমাণ প্রায় ৫০ বস্তা (২৬শ কেজি) বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।<br /><br />চাল উদ্ধারের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রণন করা হবে বলে তিনি জানিয়েছেন।<br /><br />নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2PLxz7X

Buy Now on CodeCanyon